Music

Header Ads

সূরা ক্বাফ আয়াত ৫।

 বিছমিল্লাহির রাহমানির রাহীম।

::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::
:::::;;;;

🌹
সূরা ক্বাফ আয়াত ৫
بَلْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِىٓ أَمْرٍ مَّرِيجٍ
বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে।
ফলে তারা সংশয়ে পতিত রয়েছে।
🌹
সূরা ক্বাফ আয়াত ৩
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَٰلِكَ رَجْعٌۢ بَعِيدٌ
আমরা মরে গেলে এবং মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব?
এ প্রত্যাবর্তন সুদূরপরাহত।
🌹
সূরা ক্বাফ আয়াত ৪
قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ ٱلْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظٌۢ
মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে,
তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব।
🌹
সূরা ক্বাফ আয়াত ৫
💀
بَلْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِىٓ أَمْرٍ مَّرِيجٍ
বরং তাদের কাছে সত্য আগমন করার পর,
তারা তাকে মিথ্যা বলছে।
ফলে তারা সংশয়ে পতিত রয়েছে।
🌹
সূরা ক্বাফ আয়াত ৬
أَفَلَمْ يَنظُرُوٓا۟ إِلَى ٱلسَّمَآءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَٰهَا وَزَيَّنَّٰهَا وَمَا لَهَا
আমি ভূমিকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদগত করেছি।সূরা ক্বাফ আয়াত ৮
تَبْصِرَةً وَذِكْرَىٰ لِكُلِّ عَبْدٍ مُّنِيبٍ
এটা জ্ঞান আহরণ ও স্মরণ করার মত ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্দার জন্যে।

Post a Comment

0 Comments