Music

Header Ads

হযরত বড় পীরের অলৌকিক ঘটনা । আল্লাহর রহমত বর্ষণ

 

হযরত বড় পীরের দোয়ায় আল্লাহর রহমত বর্ষণ

হযরত বড় পীরের অলৌকিক ঘটনা । আল্লাহর রহমত বর্ষণ – হযরত আবু হ্যফস ইবনে উমর (রঃ) বলিয়াছেন, আমি প্রায় সব দিনই হযরত বড় পীর সাহেবের ওয়াজ মজলিলে যোগদান করিতাম এবং হিথায় প্রায় প্রত্যহই বিশেষ আশ্চর্য ঘটনা দেখিতে পাইতাম।

আমি দেখিতাম যে হযরত বড় পীর সাহেব তাঁহার ওয়াজের মিম্বরে উপবেশন করিলে আসমান হইতে একটা বেলাওয়ারের ফানুস কমে নিচের দিকে নামিয়া আসিত এবং সেই ফানুস হইতে উজ্জ্বল জ্যোতি বিকশিত হইয়া

হজরত বড় পীর সাহেবের পত্রির চেহারা আলােকিত করিয়া দিত। একদিন আমি এই ঘটনার কথা সভায় উপস্থিত সকলকে জানাইর মনে করিয়া উঠিয়া দণ্ডায়মান হইলাম। হযরত বড় পীর সাহেব বােধ হয় তখনই বুঝিতে পারিলেন যে, আমি কি বলিতে দাঁড়াইয়াছি, তাই তিনি হাতের ইশারায় আমাকে বসিয়া থাকিতে আদেশ করিলেন আমি অত্যন্ত তত হইয়া বসিয়া পড়িলাম।

হযরত বড় পীরের অলৌকিক ঘটনা 


অলৌকিক ব্যাপার দর্শন

তিনি আরও বলিয়াছেন- আমি হযরত বড় পীর সাহেবের মজলিসে আরও অনেক অলৌকিক ব্যাপার দর্শন করিয়াছি, কিন্তু সেসব কথা জনসাধারণের নিকট প্রকাশ করিতে হযরত বড় পীর সাহেব আমাকে নিষেধ করিয়াছিলেন বলিয়া তিনি অবিরত থাকা অবস্থায় আমি উহ্য কাহারও নিকট প্রকাশ করি নাই।
একদিন আমি হযরত বড় পীর সাহেবের দরবারে উপস্থিত ছিলাম। কিছুক্ষণ পরে আমি তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িলাম এবং সেই অবস্থায় স্বপ্নে দেখিলাম বেহেস্ত হইতে অসংখ্য ফেরেশতা ও হুরগণ মূল্যবান বস্তু ও সুগন্ধি দ্রব্য হযরত বড় পীর সাহেবের দিকে নিক্ষেপ করিতেছে।

বড় পীর সাহেবের একটা উপদেশ

অতঃপর আমার তন্দ্রা ভাঙ্গিলে হযরত বড় পীর সাহেবের একটা উপদেশ আমার স্বরণ হইল। তিনি একদিন আমাকে বলিয়াছিলেন- হে উমর! আমার মজলিসে যােগদান করা হইতে কখনও বিরত থাকিও না, কেননা তথায় সর্বদা আল্লাহ রহমত বর্ষিত হইয়া থাকে।

হযরত বড় পীরের অলৌকিক ঘটনা

বেহালা বাদকের সদগতি একদিন হযরত বড় পীর সাহেব তাঁহার ওয়াজের মজলিসে দাঁড়াইয়া ওয়াজ
করিতে করিতে হঠাৎ থামিয়া গেলেন এবং উপস্থিত শ্রোতাদের বলিলেন- তােমাদের মধ্যে কেহ আমাকে এখনই একশত দীনার ধার দিতে পার কি?

তখন অনেকেই তাঁহাকে একশত দীনার ধার দেওয়ার জন্য অগ্রসর হইল। তিনি একজনের নিকট হইতে একশত দীনার গ্রহণ করেন। তারপর আবু রেজা নামে তাহার জনৈক খাদেমকে বলিলেন — এই দীনারগুলি লইয়া এখনই গুনিজীয়া কবরস্তানে চলিয়া যাও। সেখানে যাইয়া দেখিতে পাইবে যে, একজন বৃদ্ধলােক বেহালা বাজাইয়া গান গাইতেছে। তুমি তাহাকে দীনারগুলি প্রদান করিবে।

Post a Comment

0 Comments