Music

Header Ads

স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে মাত্রই বাসায় ফিরেছে। স্ত্রীও নামাজশেষে জায়নামাজ ভাজ করছে। স্বামী স্ত্রীর হাত ধরে তার পাশে বসালেন।

স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে মাত্রই বাসায় ফিরেছে। স্ত্রীও নামাজশেষে জায়নামাজ ভাজ করছে।
 স্বামী স্ত্রীর হাত ধরে তার পাশে বসালেন। - এই আমার আঙুলে কি গুনছ? স্ত্রীর প্রশ্ন। - তাসবীহে ফাতেমী। - কেন সেটা তো তোমার নিজের আঙুলেও গুনতে পার। আমার হাতে কেন? - যেন তুমিও নেকি পাও। আর তোমার এই আঙুল কাল হাশরের মাঠে আমার হয়ে সাক্ষ্য দেয়। - মাশাআল্লাহ....

 (((২ :::::::: স্বামী মানিব্যাগ থেকে টাকা বের করে কিছু টাকা স্ত্রীকে দিলেন। - এই নাও এটা রাখো সদকা করবে। - তুমি আমার পিছনে যেটা খরচ কর সেটাই তো সদকা। আর তাছাড়া তুমি বাহিরে থাকো অনেক মানুষ সাহায্যের জন্য আসে, তুমিই তো তাদের দিয়ে দিতে পারো। - হুম পারি, দেইও। কিন্তু সেখানে শুধু আমি নেকির অংশীদার হই। আমি চাই তুমিও যেন সমান নেকির অংশীদার হও। কারন জান্নাতে তোমার আমার একসাথে থাকতে হবে। স্ত্রী খুশী হয়ে স্বামীকে জড়িয়ে ধরলেন।

 (((৩:::::::: স্ত্রী কুরআন তিলাওয়াত করছে। স্বামী পাশে বসেই খুব মনোযোগ দিয়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে শুনছেন। - কি ব্যাপার? ওভাবে তাকিয়ে আছো যে? নতুন দেখ নাকি আমাকে? - তোমার তিলাওয়াত শুনছি। তুমি তিলাওয়াত করছ নেকি পাচ্ছ আর মন দিয়ে শুনে নেকি কামাচ্ছি। আর আমাকে কুরআন তিলাওয়াত শুনানোর জন্য আল্লাহও তোমার প্রতি খু্শী হচ্ছেন নিশ্চয়ই। আর সেটা ভেবেই আমি খুশী হচ্ছি। স্ত্রী চোখে ততক্ষণে আনন্দের অশ্রু জমে গেছে 

(((৪,,,,,,,,,,,,,,,,, - শুন, তুমি প্রতি ওয়াক্তে আমাকে নামাজের দাওয়াত দিয়ে নামাজে পাঠাবা আর আমি তোমাকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে পাঠাব। এতে দুইজনে নেকি পাব। - হুম ঠিক বলছ। হাদিসেপাকে এসেছে, "কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।" (মুসলিম) - আর এভাবেই নেকির সব কাজে আমরা একে অন্যকে শামিল রাখব, হয়ত আল্লাহর কাছে আমাদের এই আমলটাই পছন্দনীয় হয়ে যেতে পারে নাজাতের জন্য। - আলহামদুলিল্লাহ! সত্যিই দারুন হয় ব্যাপারটা। উৎফুল্ল স্ত্রীর উত্তর। কামিয়াব দম্পতি তো তারাই, যাদের চুড়ান্ত লক্ষ্য দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত একে অপরের হাত ধরে একসাথে থাকা। এদের ভালবাসা দেখে আল্লাহপাকও অত্যন্ত খুশী হন

Post a Comment

0 Comments